Saturday, 10 July 2010

পরিপূর্ণ প্রাপ্তির আশায়


পরিপূর্ণ প্রাপ্তির আশায়
প্রেমের মৃত্যু আমি চাই নি
নগ্ন শরীরে হাড় মাংস ছাড়া
ছিল এক অমূল্য পৃথিবী
তুমি তা আজ ও স্পর্শ কর নি
অপারিভাশিত যৌন তৃষ্ণা
প্রস্তরে প্রস্তরে ঘনীভূত
তাই নিয়ে দোহন দিবা নিশি
উদাসীন হৃদয় অনন্য পথে
একাকী চিরন্তন প্রবাহিত
বিরাট জল স্রোত উজান মুখী
রোদ ছায়ার সমানান্তারে
কিছু আদ্রতা ছড়িয়ে দিতে
অঙ্কুরিত ভাবনার শিশু
হাথ বাড়িয়ে চেয়ে ছিল
ভালবাসার ক একটা
মিষ্টি হাসির কনা
গোপনে আমি তোমায় ঘাত দিলাম
এক মুঠি ভালবাসা
 যত সব কলঙ্কিত,কুত্সিত,নোংরা
তটভূমি ছিল ছড়িয়ে দিলাম //
--শান্তনু সান্যাল

No comments:

Post a Comment