Friday, 9 July 2010

অঝর বৃষ্টি

অঝর বৃষ্টি ,ভিজেছে রাস্তা ঘাট


যুগল পায়রা, খুঁজে বেডায় জানালার আডাল

কাঁচের আবরণ পারদর্শী

উঁকি দিয়ে যায় বিলুপ্ত স্মৃতি

উদাসীন আকাশ সারা দিন

রজনীগন্ধার হারানো অভিমান

সজল নয়নে তোমার প্রতিচ্ছায়া

ভেসে যায় বুকের

কোন রহস্য অন্ধকারে, যানি না

মোনালিসার ছবি ও অঝর বৃষ্টি

পরিচিত দেহ গন্ধ ও ঝরিত পুষ্প

সব যেন একাকার ---

---শান্তনু সান্যাল

No comments:

Post a Comment