Monday 12 July 2010

হারানো দিনগুলো


অতীতের হারানো দিনগুলো আবার ভীড় করে
ঈশান কোণের মেঘ ঝরে যেতে চায় যেন কোন
অজানা বহুদূর, সদ্য নবোদিত পূর্ণ চাঁদের দেশে,
অরন্য ঘেরা আদিবাসীদের সে ছোট গ্রাম
শ্যাম বর্ন, স্বছন্দ, উলঙ্গ শিশুদের মুক্ত হাসি
মৌ ভরা যৌবনে মত্ত, কিশোর- কিশোরী বৃতাকার
দূর পাহাড়ের গায়ে সারা রাত মহুয়া ঝরে যায়,
মান্দল বাজে এক সুরে, উন্মুক্ত জীবনের ছন্দ
এখানে হৃদয় ভালবাসা ছাড়া কিছুই চায় না
মাঝে মাঝে মন যাযাবর, কোন বাধা মানে না
হারানো দিনের ছায়ায় নিজেরে হারাতে চায় //
-----শান্তনু সান্যাল

Sunday 11 July 2010

আত্মসাত


সে এক রহস্যময়ী জলধারা, অগ্রগামী- উজানমুখী

 আমি ভাঙ্গনের বেদন, বুকে নিয়ে শুধুই চেয়ে থাকি //
বুঝি না স্রোতের মৌন অভিলাষ, প্রেম কিংবা অভিমান
তার স্বপ্নের প্রান্তর, মহাসিন্ধুর বিশাল মুহানা
আমার পৃথিবী বিছিন্ন, খন্ডিত, রুক্ষ মরুভূমি //
তবু আমি ভালোবাসী তার মায়াবী জগত
সে আমায় আত্মসাত করে প্রতিক্ষণ, প্রতিপল
কিছু পাবার আশায় জীবনে অনেক কিছু হারাতে ও হয় //
---শান্তনু সান্যাল

Saturday 10 July 2010

পৃথিবী স্থির ছিল এতক্ষণ

তুমি এলে না পৃথিবী স্থির ছিল এতক্ষণ
চাঁদ ছিল আকাশে মহাশুন্য সারা রাত
সাগরের ঢেউ বুকে স্থির ছিল এতক্ষণ
তুমিএলে না রাত্রি প্রহর অশেষ রয়ে গেল
নয়নে সকাল আলোকিত ছিল এতক্ষণ
নীলিমার দীপমালা বিলুপ্ত হলো কালান্তরে
তুমি এলে না সৃষ্টি স্থির ছিল এতক্ষণ
দিগ্দিগন্তে চরাচরে ছিল নিরন্তর মৌনতা
তুমিএলেনা নিশীথ স্থির ছিল এতক্ষণ
প্রেমের হিমখন্ড বিগলিত গতিমান
তুমি এলে না জীবন স্থির ছিল এতক্ষণ
অপরূপ জোছনা মনের প্রাঙ্গনে
তুমি এলে না ভূমিকম্প স্থির ছিল এতক্ষণ //


 --শান্তনু সান্যাল

পরিপূর্ণ প্রাপ্তির আশায়


পরিপূর্ণ প্রাপ্তির আশায়
প্রেমের মৃত্যু আমি চাই নি
নগ্ন শরীরে হাড় মাংস ছাড়া
ছিল এক অমূল্য পৃথিবী
তুমি তা আজ ও স্পর্শ কর নি
অপারিভাশিত যৌন তৃষ্ণা
প্রস্তরে প্রস্তরে ঘনীভূত
তাই নিয়ে দোহন দিবা নিশি
উদাসীন হৃদয় অনন্য পথে
একাকী চিরন্তন প্রবাহিত
বিরাট জল স্রোত উজান মুখী
রোদ ছায়ার সমানান্তারে
কিছু আদ্রতা ছড়িয়ে দিতে
অঙ্কুরিত ভাবনার শিশু
হাথ বাড়িয়ে চেয়ে ছিল
ভালবাসার ক একটা
মিষ্টি হাসির কনা
গোপনে আমি তোমায় ঘাত দিলাম
এক মুঠি ভালবাসা
 যত সব কলঙ্কিত,কুত্সিত,নোংরা
তটভূমি ছিল ছড়িয়ে দিলাম //
--শান্তনু সান্যাল

পৃথিবীর শেষ প্রান্তে

কোন দিগন্তে হারিয়ে গেল
বিক্ষিপ্ত যিশুর দলের যাত্রী
দূর অরন্যে সারি সারি আগুনের রেখা
মহুয়া ফুল ঝরে গেছে অসময়ে
কারা যেন বলেছিল মানুষ মানুষের জন্য
জানি না কোন দুনিয়ার ছিল তাহারা
ফুটিয়ে ছিল যে সব অজানা সপ্ন
মায়াবী গল্প, জীবন পুষ্পের বিথীকা
ঘনিয়ে ছিল সঘন মেঘের আকাশ
ভাবতে ভালই লাগে
বর্ষা বহুদূর বুকের পাঁজর ধু ধু মরুভূমি
অসমাপ্ত দহন চিরস্থায়ী
হাজার ফনার রাত্রি,দংশিত,ঘর্ষিত,শোষিত
সুপ্ত জীবন, এখানে প্রভাত নিষিদ্ধ
সারা রাত দেয়া নেয়া ক্রয় বিক্রয়
বাহ্য অন্তরে মহান্ধ্কার,শুধু হাহাকার
মূক অট্টহাস করে শেষ প্রহরের যাত্রী
মূক অট্টহাস করে শেষ প্রহরের যাত্রী
কত যে ঝিনুক,সামুক,শঙ্খ,উলঙ্গ
শরীর,মুখোশ,ভঙ্গ মেরুদন্ড
কে বা কার খবর রাখে
সাগর সরে যায় আস্তে আস্তে অনেক দূরে
চেনা অচেনা কাহিনীর পাতায় পাতায়
হারিয়ে যায় সমস্ত মুখ
পরিত্যক্ত পৃথিবীর শেষ প্রান্তে //
---শান্তনু সান্যাল


Friday 9 July 2010

অঝর বৃষ্টি

অঝর বৃষ্টি ,ভিজেছে রাস্তা ঘাট


যুগল পায়রা, খুঁজে বেডায় জানালার আডাল

কাঁচের আবরণ পারদর্শী

উঁকি দিয়ে যায় বিলুপ্ত স্মৃতি

উদাসীন আকাশ সারা দিন

রজনীগন্ধার হারানো অভিমান

সজল নয়নে তোমার প্রতিচ্ছায়া

ভেসে যায় বুকের

কোন রহস্য অন্ধকারে, যানি না

মোনালিসার ছবি ও অঝর বৃষ্টি

পরিচিত দেহ গন্ধ ও ঝরিত পুষ্প

সব যেন একাকার ---

---শান্তনু সান্যাল