Monday 12 July 2010

হারানো দিনগুলো


অতীতের হারানো দিনগুলো আবার ভীড় করে
ঈশান কোণের মেঘ ঝরে যেতে চায় যেন কোন
অজানা বহুদূর, সদ্য নবোদিত পূর্ণ চাঁদের দেশে,
অরন্য ঘেরা আদিবাসীদের সে ছোট গ্রাম
শ্যাম বর্ন, স্বছন্দ, উলঙ্গ শিশুদের মুক্ত হাসি
মৌ ভরা যৌবনে মত্ত, কিশোর- কিশোরী বৃতাকার
দূর পাহাড়ের গায়ে সারা রাত মহুয়া ঝরে যায়,
মান্দল বাজে এক সুরে, উন্মুক্ত জীবনের ছন্দ
এখানে হৃদয় ভালবাসা ছাড়া কিছুই চায় না
মাঝে মাঝে মন যাযাবর, কোন বাধা মানে না
হারানো দিনের ছায়ায় নিজেরে হারাতে চায় //
-----শান্তনু সান্যাল

No comments:

Post a Comment